হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মাদিয়া দরবার শরীফের গদ্দীনশীন পীর সাহেব ক্বিবলা শাহ্ সূফি ড. মোহাম্মদ আহসানুল হাদী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন ড. সাইয়্যেদ আলী মুসাভি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি বিভাগের চেয়ারম্যান ড. সাইফুল ইসলাম খান, ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. আতাউর রহমান মিয়াজী, এবং আরবি বিভাগের শিক্ষক ড. আব্দুল কাদির।
আলোচনা ও দোয়া মাহফিলে দেশবরেণ্য আলেম-ওলামা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, মোহাম্মাদিয়া দরবার শরীফের পীর সাহেবগণ এবং আলে রাসুলের সদস্যরা অংশ নেন।
বক্তারা তাঁদের বক্তব্যে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরেন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা (ﷺ)-এর শিক্ষা অনুযায়ী জীবন গঠনের আহ্বান জানান। দোয়া মাহফিলে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।
আপনার কমেন্ট